শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার মহাস্থানগড়ে আগমন হলো *Thoughts Of Billal*. বগুড়ায় বিয়াল্লিশ কোটি টাকার মূল্যবান সাপের বিষ উদ্ধার করেছে ডিবি পুলিশ ঢাকা রেঞ্জ ডিআইজি টাঙ্গাইল জেলা পুলিশ এর বিশেষ অপরাধ সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল গরুও মদ আটক মাদারীপুরের জেলা বিএনপির সদস্য সচিব এর ভাগিনা রফিক মাতুব্বর আওয়ামীলীগ পুনর্বাসন ও যোগসাজশে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি অনেক অভিযোগ রয়েছে বরগুনায় কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত! ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার ! সৌদিআরব প্রবাসির স্ত্রীকে কু* পিয়ে হত্যা! বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মায়েদের পরিদর্শনে ও তাদের জন্য কিছু আহার সামগ্রী নিয়ে জান

মাদারীপুরে চাঁদা না দেয়ায় সৌদি প্রবাসীর বসতঘরে তালা দিলো প্রভাবশালীরা

মাদারীপুর প্রতিনিধি:- চায়না শেখ

সংবাদটি শেয়ার করুন....

চাহিদা মতো চাঁদা না দেয়ায় মাদারীপুরের রাজৈরে সৌদি প্রবাসীর বসতঘর দখল করে তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ৭ প্রভাবশালীদের বিরুদ্ধে। দুইদিন ধরে অন্যত্র থাকছেন ভুক্তভোগি বাইজীদ ফকির। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজৈর উপজেলার হরিদাসদি-মহেন্দ্রদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হরিদাসদি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগি বাইজীদ ফকির হরিদাসদি-মহেন্দ্রদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। এ ব্যাপারে রাজৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই ভুক্তভোগী।

একাধিক সূত্র জানায়, শুক্রবার সকালে পারিবারিক কাজে বসতঘর তালাবদ্ধ করে রাজধানী ঢাকায় যান সৌদিআরব প্রবাসী বাইজীদ ফকির। রাত ১০টার দিকে তিনি মুফোঠোনে খবর পান তার বসতঘর ভাংচুর করে আসবাবপত্র নষ্ট করা হয়। এরপর বসতঘরে তালা ঝুলিয়ে দেয় স্থানীয় ৭ প্রভাবশালী।
ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য বাইজীদ ফকির জানান, হরিদাসদি গ্রামের শাহআলম মাতুব্বর, নুর আলম মাতুব্বর, সজিব মাতুব্বর, এমদাদুল মুন্সি, পান্নু মোল্লা, ইয়াজল মাতুব্বর ও মফিজুল খান নামে ৭ প্রভাবশালী ব্যক্তি বাইজীদের কাছে দীর্ঘদিন ধরে লাখ লাখ টাকা চাঁদা দাবী করে আসছে। চাঁদা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে ওই ৭ প্রভাবশালী। একপর্যায়ে সুযোগ পেয়ে শুক্রবার রাতে বাইজীদের বসতঘর ভাংচুরের পর বসতঘর তালাবদ্ধ করেন তারা। ঘটনার পর আতঙ্কে এলাকায় প্রবেশ করতে পারছেন না ভুক্তভোগী বাইজীদ ফকির।
এ ব্যাপারে অভিযুক্তদের একজন নুর আলম মাতুব্বর বলেন, বাইজীদের বড়ভাই বুলবুল ফকিরের সাথে জমির দলিল নিয়ে একটি ঝামেলা চলতেছিল। আমরা কয়েকজন মিলে শুক্রবার রাতে মীমাংসার জন্য বসি। সেখানে বাইজীদেরও আসার কথা ছিল। বাইজীদ উপস্থিত না হলে কয়েকজন মিলে তার বাড়িতে যায়, সেখানেও তাকে না পাওয়া গেলে চলে আসে সবাই। বাইজীদের বসতঘর কেউ ভাংচুর করেনি। আমাদের ৭ জনের নামে যে অভিযোগ আনা হয়েছে পুরোটাই মিথ্যা। আমরা এলাকার লোকজন চাইছিলাম বিষয়টি মীমাংসা করতে, কিন্তু বাইজীদ উপস্থিত না হওয়ায় আর সম্ভব হয়নি।
রাজৈরের হরিদাসদি-মহেন্দ্রদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর মোল্লা বলেন, শুক্রবার রাতে হরিদাসদি এলাকায় একটু ঝামেলা হয়েছে শুনেছি। আমি এলাকার বাইরে থাকায় বিস্তারিত খোঁজখবর নিতে পারিনি। তবে, বাইজীদের সাথে ওই বড়ভাইয়ে ঝামেলা চলছে। শুক্রবার রাতের ঘটনাও তারই অংশ।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, এ ব্যাপারে অভিযোগ দিয়েছে সৌদি প্রবাসী বাইজীদ। দুইপক্ষকে থানায় আসতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা চলছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ