আমজাদ হোসেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
গাইবান্ধা পলাশবাড়ীতে ঝর্ণা বেগম (১৮) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নে এ ঘটনা ঘটে। এঘটনায় গৃহবধূর শ্বশুর রাজ্জাক মিয়াকে আটক করেছে পুলিশ।
মের কন্যা ঝর্ণা বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের জন্য গৃহবধূ ঝর্ণার উপর নির্মম নির্যাতন চালাতে থাকেন
এ ব্যাপারে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ দরবার হলেও থেমে থাকেনি স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যদের অত্যাচার। এর মাঝেই গৃহবধূ অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বাচ্চা নষ্ট করা এবং যৌতুকের দাবিতে নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেয়।
তারই ধারাবাহিকতায় গতকাল রাতেও নির্যাতন চালায় পাষণ্ড স্বামী আশিক মিয়া। এক পর্যায়ে পায়ের আঙুল কেটে ফেলে এবং মাথায় আঘাত করে। এই হত্যাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে স্বামীর পরিবারের সদস্যরা।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এঘটনায় গৃহবধূর শ্বশুর রাজ্জাক মিয়াকে আটক করেছে পুলিশ।