জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার আহমদ আলী মহিলা দাখিল মাদ্রাসায় ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের এক বিদায় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিদায়ী সভায় সভাপতিত্ব করেন আহমদ আলী মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ শাহজাহান আলী এবং প্রধান অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান ।
বিশেষ অতিথি ছিলেন দাম উপজেলা সরকারি কমিশনার ভূমি শামসুজ্জামান আসিফ, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান এবং উপজেলা একাডেমিক সুপার ভাইজার সজল চন্দ্র ভদ্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক ইমান আলী, মোঃ আনোয়ার হোসেন জীবন সহ অন্যান্যরা। পরিচালনা করেন সহকারী শিক্ষক হায়দার আলী।