বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি
২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় সুইড বাংলাদেশ, বুদ্ধি প্রতিবন্ধী ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে বার্ষিক পিকনিক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব আয়োজন করা হয়েছে প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে।
পিকনিক ও পিঠা উৎসবের উদ্বোধন করেন সরিষাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল। এতে সভাপতিত্ব করেন সুইড সরিষাবাড়ী ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মো. আসাদুল্লাহ।
এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি ফজলুর রহমান, প্রধান শিক্ষক আনিসুর রহমান ও সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ।