বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার যমুনার দুর্গম এলাকা মন্নিয়ারচর থেকে একটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ চাঁন মিয়া (৪৩) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
ডাকাত চাঁন মিয়া ইসলামপুর উপজেলার বেলগাছায় ইউনিয়নের মন্নিয়ারচর গ্রামের মৃত বাহাস উদ্দিনের পুত্র।ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, দেশব্যাপী চলমান ডেভিল হান্টের অংশ হিসেবে যমুনার দুর্গম চরে অভিযানে পরিচালনা করা হয়।
ইসলামপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে যমুনা নদীর দুর্গম এলাকা মন্নিয়ারচর থেকে একটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ ডাকাতকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।