বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ সোমবার জামালপুর জেলার বকসিগঞ্জ উপজেলার অপারেশন ডেভিলহান্ট অভিযানে ইসমাইল হোসেন স্বপন মন্ডল
( ৪২) ও এরশাদ হোসেন (৪০) নামে দুই জনকে গ্রেফতার করেছে বকসিগঞ্জ
থানা পুলিশ ।
গ্রেফতারকৃতরা হলেন বকসিগঞ্জ পৌর এলাকার পশ্চিম নামাপাড়ার গ্রামের মৃত খোরশেদ আলী মন্ডলের ছেলে যুবলীগ নেতা ইসমাইল হোসেন স্বপন ও বকসিগঞ্জ পৌর এলাকার নয়াপাড়া গ্রামের নিয়ামত আলীর ছেলে এরশাদ হোসেন,বকসিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নয়াপাড়া মোড় আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন পৌর এলাকায় অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাই মদসহ শ্রীমতি শেফালী রাম (৪০)নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
বোরহান উদ্দিন জামালপুর জেলা প্রতিনিধি