মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা, ক্ষমতা হারালেন ডিসি-এসপি ও ইউএনও কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পুলিশের ১৪ কর্মকর্তা বরখাস্ত মাদারীপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে ছাত্র জনতার গণঅভ্যুথানে শহীদ পরিবারগুলোর মাঝে সঞ্চয়পত্র বিতরন শেরপুরে ২৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে ইসলামিক ফাউন্ডেশন , সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত বকশীগ‌ঞ্জে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধে শিক্ষক-অভিভাবক সমাবেশ রৌমারীতে ২২ হাজার ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কানাইপুরের শীর্ষ সন্ত্রাসী মাদক কারবারি কুটি মিয়া বিপুল অস্ত্র ও মাদকসহ আটক ফরিদপুরে পদ্মায় ধরা পড়ল ৪২ কেজি ওজনের বাগাড়, বিক্রি হলো ৬২ হাজার টাকায়

পুলিশ পরিচয়ে অপহরণ; ভিকটিম উদ্ধারসহ ছয় অপহরণকারীকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ।

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

রওনক আহমেদ (রিশাদ)
স্টাফ রিপোর্টার
পুলিশ পরিচয়ে অপহরণের পর মুক্তিপণ দাবীর ঘটনায় ভিকটিমকে উদ্ধারসহ অপহরণের সাথে জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রেজাউল ইসলাম ওরফে হিমেল (৪০), ২। মোছাঃ সেলি বেগম ওরফে শিলা বেগম (২৮), ৩। মোঃ মুক্তাজুল সরকার (৩৪), ৪। মোঃ মারুফ হাসান (২৫), ৫। নূর মোহাম্মদ (৩৫) ও ৬। মোঃ মাহমুদ হাসান (২৬)।
শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫ খ্রি.) কুষ্টিয়া জেলা পুলিশের সহযোগিতায় কুষ্টিয়ার দৌলতপুর থানার কান্দিরপাড়া এলাকা থেকে ভিকটিমকে উদ্ধারসহ ছয় অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
খিলগাঁও থানা পুলিশ সূত্রে জানা যায়, আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত বুধবার (১৫ জানুয়ারি ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ০৯:০০ ঘটিকায় খিলগাঁওয়ের নবীনবাগ তিতাস রোডের রবিন এন্টারপ্রাইজের দোকানের মধ্যে থেকে ভিকটিম শাহান আলী (৫০) কে রেজাউল ও সেলি বেগমসহ অজ্ঞাতনামা ১০-১৫ জন জোরপূর্বক একটি গাড়িতে করে উঠিয়ে নিয়ে যায়।
ভিকটিমকে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা কারণ জিজ্ঞাসা করলে তাদের মধ্যে হতে অজ্ঞাতনামা দুইজন নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখায়।
পরবর্তীতে একইদিন রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় একটি মোবাইল নম্বর হতে ভিকটিম শাহান আলীর পুত্রবধুর মোবাইল নম্বরে ফোন করে মুক্তিপণ বাবদ দুই লক্ষ টাকা দাবী করা হয়। দাবীকৃত মুক্তিপণের টাকা না দিলে শাহান আলীকে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি প্রদান করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫) ভিকটিম শাহান আলীর ভাগ্নে মোঃ সোহেল রানার অভিযোগের প্রেক্ষিতে ডিএমপির খিলগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, তদন্তাধীন এ মামলার ঘটনাস্থল পরিদর্শন, নিবিড় তদন্ত ও তথ্য-প্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ে ভিকটিমের অবস্থান নিশ্চিত করে খিলগাঁও থানা পুলিশ।
পরবর্তীতে গতকাল শুক্রবার কুষ্টিয়া জেলা পুলিশের সহযোগিতায় অপহরণকারী মোঃ রেজাউল ইসলামের শ্বশুরবাড়ি কুষ্টিয়ার দৌলতপুর থানার কান্দিরপাড়া এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয় এবং অপহরণের সাথে জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার নিবিড় তদন্ত ও ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ