সোমবার ০৩ নভেম্বার ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

প্রাকৃতিক  সৌন্দর্য নষ্ট করে বেলস পার্ক সংলগ্ন লেকে দেয়াল নির্মাণের প্রতিবাদে "কালের সাক্ষী আমরাও" শীর্ষক প্রতিবাদী শিশু চিত্রাঙ্কন অনুষ্ঠিত

মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ০৫ অক্টোবার ২০২৫ ০৭:৫৪ পি.এম

প্রাকৃতিক  সৌন্দর্য নষ্ট করে বেলস পার্ক সংলগ্ন লেকে দেয়াল নির্মাণের প্রতিবাদে "কালের সাক্ষী আমরাও" শীর্ষক প্রতিবাদী শিশু চিত্রাঙ্কন অনুষ্ঠিত প্রাকৃতিক  সৌন্দর্য নষ্ট করে বেলস পার্ক সংলগ্ন লেকে দেয়াল নির্মাণের প্রতিবাদে "কালের সাক্ষী আমরাও" শীর্ষক প্রতিবাদী শিশু চিত্রাঙ্কন অনুষ্ঠিত

 

বেলস পার্ক সংলগ্ন লেকের পাশে দেয়াল নির্মাণের কাজ বন্ধ করার দাবিতে আজ ৫ অক্টোবর  সকাল ১১টায় বেলস পার্ক সংলগ্ন লেকপাড়ে নির্মাণাধীন দেয়ালের সামনে  বরিশালের সর্বস্তরের নাগরিকবৃন্দের উদ্যোগে  "কালের সাক্ষী আমরাও " শীর্ষক প্রতিবাদী  শিশু চিত্রাঙ্কন  অনুষ্ঠিত হয়। 

 

গত ১৯ সেপ্টেম্বর থেকে বরিশালের নাগরিকরা ধারাবাহিকভাবে এই বিষয়টি নিয়ে ধারাবাহিক আন্দোলন করে আসছেন। আজকে "কালের সাক্ষী আমরাও" শীর্ষক শিশু চিত্রাঙ্কনে অর্ধ শতাধিক শিশু তাদের আঁকা ছবির মাধ্যমে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। 

 

চিত্রাংকন করতে আসা শিশুরা বলেন, অভিভাবকদের সাথে বেড়াতে আসার জন্য শহরের মধ্যে এই জায়গাটি তাদের খুব প্রিয়,কারণ এখানে পুকুরপাড়ে বাতাসে বসে থাকা যায়, ঠান্ডা বাতাসে হেঁটে বেড়ানো যায়। অথচ সেই জায়গাটি জেলা প্রশাসক চিড়িয়াখানার মত খাঁচাবন্দী করতে চাইছেন। অথচ বরিশালে প্রাকৃতিক পরিবেশের এমন জলাশয় আর একটিও নেই।

 

 

শিশুরা তাদের ছবিতে নানাভাবে রংতুলির আঁচড়ে দেয়াল নির্মাণের প্রতিবাদ জানান। চিত্রাংকন শেষে প্রায় ৫০টি প্রতিবাদী ছবি নির্মাণাধীন দেয়ালের পিলারের সাথে টাঙিয়ে দেয়া হয়।

 

আজকের প্রতিবাদী চিত্রাংকন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব শুভঙ্কর চক্রবর্তী, চিত্রশিল্পী আবদুস সোবাহান বাচ্চু, চিত্রশিল্পী চন্দ্রশেখর বাবুল, বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সংগ্রামী সদস্য সচিব ডা. মিজানুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা মনীষা চক্রবর্তী,

 

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য জলিলুর রহমান, উন্নয়ন সংগঠক দিপু হাফিজুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ প্রমুখ। তারা সকলেই প্রতিবাদী চিত্রাংকন কর্মসূচির সাথে সংহতি জানান ও অবিলম্বে বরিশালের একমাত্র উন্মুক্ত জলাশয় বেলস পার্কসংলগ্ন লেকের পাশে এই প্রাচীর নির্মাণ বন্ধ করে জলাশয়টি উন্মুক্ত রাখার  দাবি জানান।