২২এপ্রিল মঙ্গলবার জামালপুর জেলার ইসলামপুর
উপজেলার টিন্ডটি অফিসের সামনে পানির ড্রেন থেকে সমজ উদ্দিন নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার
করেছে ইসলামপুর থানা পুলিশ। ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, বৃদ্ধের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকাল নয়টার দিকে এলাকার লোকজন ভিড় জমালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নিহত সমজ উদ্দিন পাথর্শী ইউনিয়নের বড় দেলিরপাড় এলাকার বাসিন্দা।
নিহত সমজ উদ্দিনের মেয়ে মারিয়া আক্তার মিম সাংবাদিকদের জানান সোমবার সন্ধ্যায় থেরাপি দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। তিনি আর বাসায় ফেরেননি। বহু খোঁজা খোজির পর কোথায় পাওয়া যায়নি।
ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। তার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।