গাজায় ইসরায়েলের হামলা ও গণহত্যা প্রতিবাদে ৭ এপ্রিল সোমবার জামালপুর জেলা জামায়াতে ইসলামী উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলার উদ্যোগে সোমবার বিকালে জামালপুর শহরের পুরাতন পৌরসভা গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জামালপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুস সাত্তার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য আইনজীবী নাজুল হক সাঈদি,
জামালপুর জেলা জামায়াতের সেক্রেটারি আইনজীবী মো. আব্দুল আউয়াল, জামালপুর শহর জামায়াতের আমীর খন্দকার মোকাদ্দেস আলী, জামালপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আইনজীবী আছিমুল ইসলাম, হাফেজ শরিফুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরাইল, আমেরিকা, জাতিসংঘকে দায়ী করে বিশ্বের ৫৭টি মুসলিম দেশ মিলে আলাদা জাতিসংঘ গঠন করার দাবি জানান। এছাড়াও সকলকে ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান জানান তারা।