৫ এপ্রিল শনিবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় বাহাদুরাবাদ ইউনিয়নের বাহাদুরাবাদ বাজারে বিকেল ৪ টার দিকে রাস্তা পার হবার সময় মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় আবু বকর সিদ্দিক (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত আবু বকর সিদ্দিকের বাড়ি বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আইজুদ্দিনের ছেলে।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ৫ এপ্রিল বিকালে নিজ বাড়ি থেকে তার মেয়ের বাড়ি বাহাদুরাবাদ ইউনিয়নের কান্দির গ্রামে রওনা দেন আবু বকর সিদ্দিক।
তিনি বাহাদুরাবাদ ইউনিয়নের বাহাদুরাবাদ স্থানীয় বাজারে কেনাকাটার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হয়েছে। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।