৩ এপ্রিল বৃহস্পতিবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের দক্ষিণ বড়খাল সুরুজ আলী ও আলতাব মিয়ার বাড়িতে আগুন লেগে পুরো পরিবার দুটি নিঃস্ব হয়ে যায়।
সুরুজ আলী পরিবারে বেশি ক্ষতি সাধন হয়। ৯ টি ছাগল ৩ টি গরু অনেক গুলো হাসমুরগী ও ঘর পুরে যায়। এবং দক্ষিণ বালুগ্রাম আলতাফের বাড়ি জমাকৃত টাকা ও ঘরবাড়ি পুরে যায়। তাৎক্ষণিক ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়ান এবং নগদ অর্থ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মাহবুবুর রহমান তালুকদার, দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী সেক্রেটারি আলহাজ্ব ইসমাইল হোসেন, দেওয়ানগঞ্জ পৌর জামাতের আমির হাফেজ আতিকুর রহমান সহ আরো অনেক নেতাকর্মী সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
এ সময় দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মাহবুবুর রহমান তালুকদার বলেন, সামর্থবান ব্যক্তিবর্গদের কে এই দূর্দিনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়ানোর আহ্বান জানান।