জুলাই আন্দোলনে পটুয়াখালী সদর উপজেলার শহীদ জনাব মো: বাচ্চু হাওলাদারের পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক পটুয়াখালী!
৩১ মার্চ ২০২৫ তারিখ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে জুলাই আন্দোলনে পটুয়াখালী সদর উপজেলার শহীদ জনাব মো: বাচ্চু হাওলাদারের পরিবারের সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করা হয়।
এসময় জেলা প্রশাসক, পটুয়াখালীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শহীদ বাচ্চু হাওলাদারের কবর জিয়ারত করা হয় এবং তার পরিবারের খোঁজখবর নেয়া হয়। কুশল বিনিময়কালে সরকার ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই আন্দোলনে সকল শহীদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
এছাড়াও পটুয়াখালী জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) গণ ঈদ উপলক্ষ্যে শহীদদের বাড়িতে গিয়ে কুশল বিনিময় করেন।