রোববার ৩০মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিশুদের সাথে মেহেদী উৎসবের আয়োজন করেছে তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থা।
পাথরঘাটার নতুন বাজার এলাকায় এই আয়োজন করে সংগঠনটি। এই মেহেদী উৎসবে অংশ নেয় নতুন বাজার এলাকার অসংখ্য কচিকাঁচা শিশুরা। সংগঠনের তরুণরা শিশুদের হাতে মেহেদী পড়িয়ে দেয়। এসময় শিশুদের চোখে মুখে আনন্দের ছাপ দেখা যায়।
এসময় একজন শিশু জানান,” আমি সবার সাথে মেহেদী দিতে পেরে খুবি আনন্দিত। আগামি বছরেও এখানে তাদের কাছ থেকে হাতে মেহেদী পড়বো। তাদের এই আয়োজনটি অত্যন্ত সুন্দর ছিলো।
সংগঠনটির সভাপতি শোয়েব তাসিন জানান, ” আমাদের সমাজে একসময় ঈদ আসলে মেহেদী দেওয়ার রেওয়াজ ছিলো কিন্তু সেটি হারিয়ে যেতে বসেছে। আমরা ঈদ আসলে মেহেদী দেওয়ার এই প্রথা ধরে রাখার জন্য এ আয়োজন করেছি।
তাছাড়াও সমাজের অনেক শিশুরা আছে যারা মেহেদী কিনতে পারে না আমরা সেসব পিছিয়ে পড়া শিশুদের ইদ আনন্দ রঙিন করতেও এ আয়োজন করেছি। মেহেদি দেওয়ার পর শিশুদের হাসিই আমাদের অর্জন প্রাপ্তি যেটা টাকা দিয়েও কেনা যায় না।
সংগঠনটি বিগত বছরেও পিছিয়ে পড়া শিশুদের ইদ আনন্দ রঙিন করার জন্য মেহেদী উৎসব আয়োজন করে আসছে। এই ধারাবাহিকতা আগামী বছরগুলোতে ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন৷