৩০ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ রোজ রবিবার
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ের জন্য ঈদগাহ মাঠে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ও প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশের বিভিন্ন ইউনিটকে দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার, ফরিদপুর।
ঈদগাহ মাঠের সার্বিক ব্যবস্থাপনার জন্য করা হয়েছে কমিটি, ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ বিশেষ জায়গায় থাকবে পুলিশ ও পার্কিং জোন। সার্বিক নিরাপত্তায় থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগের সদস্যরাও নিয়োজিত থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) ফরিদুপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।