বোরহান উদ্দিন জামালপুর জেলা প্রতিনিধি ১৭ মার্চ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা চেল্লাখালী নদীর গভীর গর্তের পানিতে ডুবে শেখ ফরিদের ছেলে আবির হোসেন ( ৬) এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ,
সোমবার দুপুরে উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকার আবির হোসেন তার সমবয়সী অপর বন্ধু মিলে চেল্লাখালী নদীতে গোসল করতে যায়। ওই নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে সৃষ্ট গভীর গর্তে অসাবধানতাবশত পড়ে যায় আবির হোসেন। এসময় তার সহযোগী বন্ধু বাড়িতে গিয়ে আবির হোসেন পানিতে ডুবে গেছে বলে জানায়।
স্বজনরা নদীতে ছুটে গিয়ে আবিরকে খোঁজতে থাকে। একপর্যায়ে মাছ ধরার জাল দিয়ে আবিরকে নদীর গভীর পানি থেকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সােহেল রানা বলেন, নিহত আবির হোসেনের মরদেহ হাসপাতালে পুলিশের তত্ত্বাবধানে রয়েছে।