১৬ মার্চ রবিবার শেরপুর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হলো মাস্টার প্যারেড। পুলিশ সদস্যদের শৃঙ্খলা শারীরিক সক্ষমতা ও মনোবল দৃঢকরনের লক্ষে প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মিজানুর রহমান ভূঁইয়া।
রবিবার সকাল ৯টায় শেরপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আয়োজিত মাস্টার প্যারেডে অংশগ্রহণ করেন অফিসার ও ফোর্স সদস্যরা। কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার।
প্যারেড পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় উপস্থিত পুলিশ সদস্যদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট পর্যবেক্ষণ করে গুড সার্ভিস (GS) মার্ক প্রদান করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাস্টার প্যারেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন পুলিশ লাইন্সের আরআই (ভারপ্রাপ্ত) জনাব মোঃ মঞ্জুরুল হক।
এ ক্যাটাগরির আরো নিউজ...