১৫ মার্চ ১ চৈত্র শনিবার বসছে জামালপুর জেলার সদর উপজেলার ৭নং ঘোড়াধাপ ইউনিয়নের অন্তর্গত গোপালপুর বাজারে প্রতি বছরের ন্যায় এবারো বসেছে জামাই মেলা।
মূল মেলা চলবে তিন দিন। ফার্নিচার মেলায় চলবে আরো ১৫ দিন। মেলাকে কেন্দ্র করে সমগ্র জামালপুর জেলার পূর্বাঞ্চলের প্রতিটি ঘরে ঘরে বইছে আনন্দের বন্যা।
বালিশ মিষ্টি ও কাঁচা মরিচের মিষ্টি কিনতে বউ, শালা শালিকে নিয়ে চলে যান জামাই মেলায়। আদরের জামাই মেলায় গিয়ে শশুর বাড়ির জন্য বিভিন্ন পণ্য কিনছে।