বরগুনা জেলার বাওয়ালকর গ্রামের বাসিন্দা মো: মিরাজ হোসেন কে কুপিয়ে মেরে জঙ্গলে ফেলে রেখে গেছে।
বরগুনা জেলার বাওয়াল গ্রামের পিতা মৃত হোসেন ডাক্তার, মাতা হেলোনা বেগমের ছেলে মো: মিরাজ হোসেন নামে এক যুবক কে কুপিয়ে মেরে পার্শ্ববর্তী কুমড়াখালী গ্রামের রাস্তার পাশে জঙ্গলের ভিতর ফেলে রেখে চলে যায়।
ঘটনা ঘটে ১১ মার্চ রাতে ,পরদিন সকালে মো: হারুন নামে একজন লোক তার লাশ দেখতে পেয়ে সবাইেকে জানায়৷
পরবর্তীতে পুলিশকে উক্ত ঘটনা জানানো হলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যায়। এখন পর্যন্ত জানা যায়নি কে বা কারা এই হত্যকান্ড এর সাথে জড়িত আছে ৷