মাদারীপুরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মোবাইল কোর্টের জরিমানা ও ইটভাটায় ভাঙচুরের প্রতিবাদে এ মানববন্ধন ও আন্দোলনের আয়োজন করা হয়।
বক্তারা অভিযোগ করেন, মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় এবং ইটভাটায় ভাঙচুরের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভাটা মালিকরা। বক্তারা আরো অভিযোগ করে বলেন, ভ্যাট-ট্যাক্স প্রধান করা সত্যেও প্রশাসন তাদের উপর মোটা অংকের জরিমানা বসিয়ে দেন। তারা ন্যায়সংগত সমাধানের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। পরে, সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এ সময় ইটভাটার শ্রমিক, ভাটা মালিকরা সহ অন্য অন্য সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন প্লেকার্ড, ফেস্টুন এ লেখা দেখা যায়,,, চুরি, ছিনতাই চাইনা, ইটভাটায় কাজ চাই। সন্ত্রাস, মাদকাসক্ত চাইনা, ইটভাটায় কাজ চাই।