ভাগ্য বদলের চাকা ঘুরাতে গত ৮ ফেব্রুয়ারি২০২৫খ্রিষ্টাব্দ ইতালি উদ্দেশ্য রওনা হন মাদারীপুর রাজৈর উপজেলার দুই যুবক।লিবিয়া থেকে তারা গত ৪ মার্চ ভুমধ্যসাগর পাড়ি দিতে নৌকায় রওনা হলে, পথীমধ্যে সে নৌকার ইঞ্জিনে আগুন ধরে যায় আর সেখানেই শলিল সমাধী ঘটে তাদের।
এ ঘটনায় আরও ৮ জন বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। নিহত সুমন হাওলাদার মাদারীপুর রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের আবু হাওলাদারের ছেলে।নিহত অপরজন নাসির মাতুব্বর রাজৈরের শাখারপার গ্রামের সিদ্দিক মাতুব্বরের ছেলে নাসির মাতুব্বর।
১৭ লক্ষ টাকার বিনিময় তাদের ইতালি পৌঁছে দেয়ার কন্টাক্ট হয় রাজৈর শাখারপারের আবু মোল্লার ছেলে আরিফ মোল্লার সাথে । স্থানীয় সূত্রে জানা যায় আরিফ মোল্লা দীর্ঘদিন এ ব্যবসার সাথে জড়িত, তিনি বহু লোক ইটালী পৌঁছে দিয়েছেন।
আরিফ মোল্লার সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায় নি।