বরগুনা জেলার পাথরঘাটায় তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থা নামে একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠন পথচারীদের ইফতার সামগ্রী উপহার দিয়েছে। রোববার ইফতারের পূর্ব মুহুর্তে পাথরঘাটা বাজারের বিভিন্ন স্থানে রোজাদার পথচারীদের ইফতার সামগ্রী উপহার পৌছে দেয় এই সংগঠনের সদস্যেরা৷
এসময় সংগঠনের সভাপতি শোয়েব তাসিন জানান, ” আমাদের এই উদ্যোগ মূলত রোজাদার পথচারীদের জন্য যারা ইফতারের আগ মুহুর্তে ক্লান্ত তাদের জন্য সামান্য ইফতারের ব্যবস্থা করা। মহান আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমরা তরুণরা এই কার্যক্রম গ্রহণ করেছি৷ ”
এসময় যারা ইফতার গ্রহণ পেয়েছেন তাদের চোখে মুখে খুশি দেখা গেছে। তরুণরা বয়স্ক, মানষিক ভারসাম্যহীন সহ বিভিন্ন শ্রেণীর মানুষকে এই ইফতার সামগ্রী দেয়। এসময় সংগঠনের সকল সদস্যেরা উপস্থিত ছিল।