কিরণ আক্তার স্টাফ রিপোর্টার
কাল ৬ মার্চ২০২৫ রোজ বৃহস্পতিবার মাদারীপুরের শিবচরে ১৪ বছরের এক তরুনীর রহস্যজনক আত্মহ*ত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাচিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের বাবা শুক্কুর খলিফা (৩৮) জানায়, আমার পৈত্রিক ভিটা শিবচর উপজেলাধীন নিলখী ইউনিয়নে, সেখানে আমার বাবা জমি বিক্রি করে দিয়েছেন- এখন কাজের সুবাদে শিবচরে ভাড়া থেকে জীবিকা নির্বাহ করে থাকি। তিনি আর তার স্ত্রী মালেকা (৩৪) তারা দু’জনই তার শশুর বাড়ি মাদারীপুর ফেরিঘাট এলাকার স্থানীয় ভোটার। তারা পার হাউজ এর পাশে রতন খাঁন (জয়নোদ্দীন খাঁ) এর বাড়ির একটা টিনের ঘড়ে প্রাই ৪ বছর যাবত বসবাস করছে বলে জানান। নিহতের বাবা বলেন, আমি আজ সকালে বাড়িতে ছিলামনা কাজে বের হয়েছিলাম খবর পেয়ে এসে দেখি এই অবস্থা।
স্থানীয়রা জানান বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১:০০ টার দিকে ঘরের দরজা বন্ধ দেখে ওই বাড়ি কয়েকজন মহিলা ও নিহ*তের মা ডাকা ডাকি করেন। দরজা না খোলায় মহিলারা দরজা ভেঙ্গে ঢুকে দেখেন লিমা(১৪) তার ওরনা দিয়ে গলায় ফাঁ*স দিয়ে ঝুলছেন এবং পা নাড়াচাড়া করতেছেন। তাৎক্ষণিক তারা ধারালো বটি দিয়ে ওড়না কেটে ফ্লোরে নামায়। ফ্লোরে থাকা অবস্থায় লিমা আক্তার মৃত্যুবরন করেন।
কিরণ আক্তার স্টাফ রিপোর্টার
এ ক্যাটাগরির আরো নিউজ...