বোরহান উদ্দিন জামালপুর জেলা প্রতিনিধি
৩ মার্চ সোমবার সকালে জামালপুর পৌরশহরের কম্পুর
এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারীর মুত্যু হয়। দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ৩০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো.রবিউল ইসলাম বলেন, নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। ফর্সা বর্ণের ওই নারীর উচ্চতা ৫ ফুট এক ইঞ্চি। তার পরনে লাল রঙের জামা ও আকাশী রঙের পায়জামা ছিলো।
নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।