মাদারীপুর জেলার সদর উপজেলাধিন শহরের ব্যস্ততম রাস্তার মধ্যে ডিসিব্রীজ থেকে কলেজ রোড একটি অন্যতম গুরুত্বপূর্ণ রোড।
ডিসিব্রীজ হইতে কলেজ রোডের মাঝামাঝিতে শাহীন স্কুল, রাস্তার শেষ মাথায় ইউ আই স্কুল, আর পশ্চিম দিকে ঢুকলে সরকারী নাজিমুদ্দিন কলেজ বিশ্ববিদ্যালয়ের গেট, পাশে প্লানেট হাসপাতাল, পূর্বে নিরাময় হাসপাতাল।
এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী, পথচারী হাটাচলা করেন, রাস্তার দুইপাশে যে হাটার জন্য ফুটপাত রাখা আছে সেই স্থান দখল করে দীর্ঘদিন ধরে ইট,বালু,কাঠের লাকড়ি রাখা হচ্ছে যার কারনে শিক্ষার্থী ও পথচারীদের চলাচল করতে সমস্যা হচ্ছে।
বিষয়টি মাদারীপুর পৌরসভার ও জেলা প্রশাসনের নজরে এনে জরু ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান অত্র এলাকার বাসিন্দারা।