জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গৌরব, ঐতিহ্য, ও সংগ্রামের মধ্য দিয়ে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদী এই দলটি গঠন করেন।
এ উপলক্ষ্যে আজ ৩ সেপ্টেম্বর বুধবার বিকালে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীদের আয়োজনে, কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ সাবেক সংসদ সদস্য সহযোগিতায় বকশীগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগরের সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাংগঠনিক জাহিদ হাসান এর সঞ্চালনায় আলোচনা সভায় এ সময় বক্তব্য রাখেন, বকশীগন্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম পিন্স।আরো বক্তব্য রাখেন পৌর বিএনপি সভাপতি আনিছুজ্জামান গামা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার ও নিলাক্ষিয়া ইউনিয়ন এর সভাপতি মমতাজুর রহমান মমতাজ।