“ভোট দিব ধানের শীষে ,গড়বো দেশ মিলেমিশে”
এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর সোমবার বিকেল ৪ টার সময় বিএনপি অস্থায়ী কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বকশীগঞ্জ জাতীয়তাবাদী দলের বিএনপি’র সাবেক সদস্য সচিব মোহাম্মদ কাইয়ুম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রউফ তালুকদার, এ সময় বক্তব্য রাখেন সাবেক বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রকিবুল হাসান বাবুল, হাফিজুর রহমান উজ্জ্বল ভিপি ,উপজেলার সাবেক বিএনপির সেক্রেটারি ফরিদ উদ্দিন ভিপি সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্য বলেন, বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান , ও জিয়া পরিবারের জন্য দোয়া চেয়ে সমাপ্তি করেন।