সোমবার, ২১ জুলাই ২০২৫, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল বিভাগ সমিতির পুনর্মিলনী অনুষ্ঠান দেওয়ানগঞ্জ যুবদলের আহবায়কসহ ৭ জুয়ারু গ্রেফতার শেরপুর জেলা পুলিশের জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত জামালপুরে মেষ্টা ইউপির ওয়ার্ড বিএনপির ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পায়রা বন্দরকে গ্রিন পোর্ট হিসেবে গড়ে তুলতে চান নৌপরিবহন উপদেষ্টা জামালপুর জেলা পুলিশ কর্তৃক মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত। মাইলস্টোন কলেজের ক্যান্টিনের উপর বিমান বিধ্বস্ত দিনাজপুর পুলিশ লাইনস্ অস্ত্রাগার ইনচার্জ  এর বদলিজনিত বিদায়” সংবর্ধনা অনুষ্ঠান শেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রাথমিক চিকিৎসা বিষয়ে আরএমপির ৩০ পুলিশ সদস্যের প্রশিক্ষণ গ্রহণ!

সালমা জাহান, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

১৬ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রোজ বুধবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩০ জন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।

 

১৬ জুলাই ২০২৫ কোর্স শেষে দুপুর ২.৩০ টায় আরএমপির সদর দপ্তরে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন।

আরএমপির ট্রেনিং স্কুলে ০৩দিন ব্যাপী প্রশিক্ষণটির যৌথ আয়োজন করে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। প্রশিক্ষণটি পরিচালনা করে আইসিআরসি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঢাকা।

 

সমাপনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয় বলেন, আইসিআরসি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দক্ষ প্রশিক্ষকরা এই প্রশিক্ষণ দেন। এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা দেওয়া হয়, যা তাদের পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা পালন করবে।

 

পুলিশ হলো প্রথম সাড়া দানকারী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। প্রাথমিক চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দেওয়ার জন্য তিনি আইসিআরসিকে (ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস) ধন্যবাদ জানান। এই প্রশিক্ষণের ফলে সড়কে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের কিংবা জরুরি প্রয়োজনে এই জ্ঞান তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরা প্রয়োগ করতে পারবে।

 

উক্ত সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব নাজমুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), জনাব গোলাম রব্বানী শেখ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড প্রসিকিউশন), জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ফোর্স), আইসিআরসি এর ইমার্জেন্সি কেয়ার প্রোগ্রাম ম্যানেজার ডা.জালিসা খানম, হেলথ ফিল্ড অফিসার ডা.ফারহানা আক্তার ডলি এবং বিডিআরসিএস এর উপ-সহকারী পরিচালক জনাব মৃণাল কান্তি সাহা-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও প্রশিক্ষণার্থীবৃন্দ।

 

সনদপত্র বিতরণ শেষে আইসিআরসির কর্মকর্তাগণ পুলিশ কমিশনার মহোদয়ের হাতে প্রাথমিক চিকিৎসার উপকরণসমূহ তুলে দেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ