মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা, ক্ষমতা হারালেন ডিসি-এসপি ও ইউএনও কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পুলিশের ১৪ কর্মকর্তা বরখাস্ত মাদারীপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে ছাত্র জনতার গণঅভ্যুথানে শহীদ পরিবারগুলোর মাঝে সঞ্চয়পত্র বিতরন শেরপুরে ২৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে ইসলামিক ফাউন্ডেশন , সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত বকশীগ‌ঞ্জে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধে শিক্ষক-অভিভাবক সমাবেশ রৌমারীতে ২২ হাজার ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কানাইপুরের শীর্ষ সন্ত্রাসী মাদক কারবারি কুটি মিয়া বিপুল অস্ত্র ও মাদকসহ আটক ফরিদপুরে পদ্মায় ধরা পড়ল ৪২ কেজি ওজনের বাগাড়, বিক্রি হলো ৬২ হাজার টাকায়

বকশীগ‌ঞ্জে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধে শিক্ষক-অভিভাবক সমাবেশ

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৩০ জুন সোমবার জামালপু‌র জেলার বকশীগঞ্জ উপ‌জেলায় শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়া রোধের লক্ষ্যে শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন রবিবার বিকালে বকসিগঞ্জ উপ‌জেলার বাট্রা‌জোর ইউ‌নিয়‌নের পশ্চিম দত্তেরচর সরকারি প্রাথমিক বিদ‌্যালয় পরিচালনা কমিটি (এডহক কমিটি) আয়োজিত এই সমাবেশে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এতে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মো: মাসুদ রানা। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতির গুরুত্ব তুলে ধরেন এবং অভিভাবকদের প্রতি আহ্বান জানান সন্তানদের পড়াশোনার প্রতি বিশেষ নজর রাখতে। ঝরে পড়ার হার কমাতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর তিনি জোর দেন।

বিশেষ অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান মোঃ রেজাউল ক‌রিম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আবু সাঈদ। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজাউল করিম।

 

সভাপতিত্ব করেন পশ্চিম দত্তের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মো: ফরিদুজ্জামান। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

 

এই সমাবেশের মাধ্যমে শিক্ষার্থী ঝরে পড়ার কারণগুলো চিহ্নিত করা এবং সেগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। শিক্ষক ও অভিভাবকরা খোলাখুলিভাবে তাদের মতামত প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ