মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা, ক্ষমতা হারালেন ডিসি-এসপি ও ইউএনও কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পুলিশের ১৪ কর্মকর্তা বরখাস্ত মাদারীপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে ছাত্র জনতার গণঅভ্যুথানে শহীদ পরিবারগুলোর মাঝে সঞ্চয়পত্র বিতরন শেরপুরে ২৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে ইসলামিক ফাউন্ডেশন , সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত বকশীগ‌ঞ্জে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধে শিক্ষক-অভিভাবক সমাবেশ রৌমারীতে ২২ হাজার ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কানাইপুরের শীর্ষ সন্ত্রাসী মাদক কারবারি কুটি মিয়া বিপুল অস্ত্র ও মাদকসহ আটক ফরিদপুরে পদ্মায় ধরা পড়ল ৪২ কেজি ওজনের বাগাড়, বিক্রি হলো ৬২ হাজার টাকায়

প্রথমবারের মত ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হল রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন 

স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো দুই দিনব্যাপী রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন শুরু হয়েছে। আজ রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘পরিবর্তনশীল গণতন্ত্রে রাষ্ট্র সংস্কার: আন্দোলন থেকে নির্বাচন ও নতুন রাষ্ট্রের পথচলা’।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিষ্ঠানগুলোর সংস্কার জরুরি। তবে বর্তমানে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে অযৌক্তিক বিতর্ক তৈরি করা হচ্ছে, যেটার প্রয়োজন নেই। সম্মেলনের মাধ্যমে এই বিতর্ককে প্রশমিত করার একটি বড় সুযোগের সৃষ্টি হয়েছে। সংস্কার ও নির্বাচন যে একই সঙ্গে হতে পারে, সেটা দেখানোই এই সম্মেলনের সবচেয়ে বড় অবদান হতে পারে।

 

অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ। উদ্বোধনী সেশনে আরও বক্তব্য দেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য দিল রওশন জিন্নাত আরা নাজনীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান নাসিমা খাতুন।

যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজের সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করার কথা রয়েছে।

 

সম্মেলনটি আয়োজন করেছে ছায়া সংস্কার কমিশন, ছায়া জাতীয় ঐকমত্য কমিশন এবং পলিটিক্যাল অ্যান্ড পলিসি সায়েন্স রিসার্চ ফাউন্ডেশন (পিপিএসআরএফ)। উদ্বোধনী সেশনে জানানো হয়, সম্মেলনে ৮টি পৃথক সেশনে ৭৮টি গবেষণা প্রস্তাবের মধ্য থেকে নির্বাচিত ৫৬টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। এসব সেশনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার, অর্থনৈতিক ন্যায্যতা, মানবাধিকার, স্থানীয় সরকার, গণমাধ্যমের স্বাধীনতা, তরুণদের অংশগ্রহণ ও ভূরাজনীতিসংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করা হবে।

 

সম্মেলনের অন্যতম অংশ হিসেবে থাকবে রাজনৈতিক সংলাপ, যেখানে ছায়া সংস্কার কমিশনের প্রস্তাব তুলে ধরা হবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন। এ ছাড়া গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতিনিধি, গবেষক ও শিক্ষাবিদদের অংশগ্রহণে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

আগামীকাল সোমবার সম্মেলনের সমাপনী দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আখতার বক্তব্য দেবেন। এদিন সেরা গবেষণা ও উপস্থাপনার জন্য পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ