২৮ মে বুধবার জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয় দেওয়ানগঞ্জ মডেল থানা বার্ষিক পরিদর্শন করেন।
পুলিশ সুপার মহোদয় দেওয়ানগঞ্জ মডেল থানায় পৌঁছালে জনাব নুরুল মোহাম্মদ বাদল,ওসি ডিবি-২, জামালপুর; জনাব মোহাম্মদ মাসুদুজ্জামান, পুলিশ পরিদর্শক (নিঃ); জনাব মোঃ আব্দুর রহিম, পুলিশ পরিদর্শক (নিঃ) তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে অফিসার ইনচার্জ জনাব মোঃ নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ মডেল থানার কমান্ডে থানার একটি চৌকস পুলিশ দল পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।
পরে পুলিশ সুপার মহোদয় দেওয়ানগঞ্জ মডেল থানার সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ও পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানা পরিদর্শন পরবর্তী থানা কর্তৃক আয়োজিত ডি-ব্রিফিং এ থানার সকল অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধি ও কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান ও কাজের গতিকে ত্বরান্বিত করার জন্য পুলিশ সুপার মহোদয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পরে জেলা গোয়েন্দা শাখা, (ডিবি-২) এর অফিসার ও ফোর্সদের সাথে তিনি মতবিনিময় করেন। জেলা গোয়েন্দা শাখা, পুলিশের একটি গুরুত্বপূর্ণ জায়গা সুতরাং এমন কোন কাজ করা যাবে না যাতে ডিপার্টমেন্ট-এর ইমেজ নষ্ট হয়। জনগণের সাথে ভালো ব্যবহার প্রদর্শন এবং জনবান্ধব পুলিশ হওয়ার পরামর্শ দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ নাজমুস সাকিব, ওসি ডিবি-১, জামালপুর; এবং থানার সকল অফিসার ও ফোর্সের সদস্যগণ।