অদ্য ১৪ মে২০২৫ খ্রি.রোজ বুধবার কাকরাইলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের লংমার্চে বাধা দিয়েছে পুলিশ।
আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সংঘর্ষে অন্তত ১০/১২ জন আহত হয়েছেন বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের মধ্যে শিক্ষকও রয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
তিন দফা দাবিতে এ লংমার্চ অনুষ্ঠিত হচ্ছিল। দাবিগুলো হইলো
* আবাসন না হওয়া পর্যন্ত ৭০% শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর।
** প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন।
*** দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প একনেক সভায় অনুমোদন দিয়ে বাস্তবায়ন শুরু।
এ ক্যাটাগরির আরো নিউজ...