মাদারীপুর জেলার পুরান বাজার এলাকায় রাজ্জাক হাওলাদার একাডেমি স্কুল। যেখানে কয়েকশো বাচ্চা এখানো পড়াশোনা করে। তবে এ স্কুলের যা-তায়াত পথে অত্যান্ত নোংরা আর যাতায়াত সমস্যা মোকাবিলা করেন এ স্কুলের ছাএ ছাএী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা।
প্রতিনিয়ত এটার ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের কে।এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম জানান এ ব্যাপারে তিনি বিভিন্ন জায়গায় কথা বলেও সমাধান পাননি।
অত্র স্কুল যাতায়াতের রাস্তা এরকম নোংরা থাকায় সাধারণ শিক্ষার্থীরা চরম বিপাকে। তাদের দাবী ড্রেনের ময়লা পানি যাতে তাদের স্কলে যাওয়ার রাস্তায় ব্যঘাত না ঘটায়। তারা সুন্দর রাস্তা এবং সুন্দর পরিবেশের আশা করে।