বুধবার, ০২ জুলাই ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গণঅভ্যুত্থান ২০২৪ এর শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠান শরীয়তপুরের পুলিশ সুপার মহোদয়ের বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ শেরপুরে নোংরা পরিবেশে খাদ্যে উৎপাদন করায় ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরের নালিতাবাড়ীতে ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে মাদারগঞ্জ আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা, ক্ষমতা হারালেন ডিসি-এসপি ও ইউএনও কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পুলিশের ১৪ কর্মকর্তা বরখাস্ত মাদারীপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে ছাত্র জনতার গণঅভ্যুথানে শহীদ পরিবারগুলোর মাঝে সঞ্চয়পত্র বিতরন শেরপুরে ২৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে তিন শিক্ষার্থী আটক।

মোঃ সাকিব হোসাইন, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ছাত্রীসহ তিন শিক্ষার্থীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

 

 

আটক তিনজনই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। তাঁদের মধ্যে টিকলী শরীফ নামের এক ছাত্রী খুলনা মহানগর ছাত্রলীগের উপছাত্রীবিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে দাবি করেছে ছাত্রদল। অপর দুই শিক্ষার্থী হলেন মো. তরিকুল ও মো. মামুন।

 

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সোনিয়া খান বলেন, “কিছু শিক্ষার্থী আমাকে জানান, তাঁরা কয়েকজনকে আটক করেছেন। পরে আমি ঘটনাস্থলে যাই এবং পুলিশ এসে তাঁদের থানায় নিয়ে যায়।”

 

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, টিকলী শরীফ ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার আসামি হিসেবেও তাঁর নাম রয়েছে। তবে অন্য দুই শিক্ষার্থী ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না বলে অনেকের দাবি।

 

 

বাংলা বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মী মিনহাজুল ইসলাম বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী টিকলী শরীফ গোপন বৈঠক করছিলেন—এমন খবর পেয়ে আমরা তাঁদের আটক করি এবং পুলিশে সোপর্দ করি।”

 

 

ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদলের সাবেক সদস্য মোশারফ হোসেন অভিযোগ করেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বরিশাল বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বলতার সুযোগে তারা এমন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তবে আমরা ছাত্রদলের পক্ষ থেকে এসব তৎপরতা প্রতিহত করতে প্রস্তুত।”

 

এ বিষয়ে বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “কিছু শিক্ষার্থী তিনজনকে আটক করেছে, এমন খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। পরে তাঁদের থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ