মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
গণঅভ্যুত্থান ২০২৪ এর শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠান শরীয়তপুরের পুলিশ সুপার মহোদয়ের বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ শেরপুরে নোংরা পরিবেশে খাদ্যে উৎপাদন করায় ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরের নালিতাবাড়ীতে ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে মাদারগঞ্জ আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা, ক্ষমতা হারালেন ডিসি-এসপি ও ইউএনও কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পুলিশের ১৪ কর্মকর্তা বরখাস্ত মাদারীপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে ছাত্র জনতার গণঅভ্যুথানে শহীদ পরিবারগুলোর মাঝে সঞ্চয়পত্র বিতরন শেরপুরে ২৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

সানন্দবাড়ী সেতু হুমকীর মুখে ব্যবস্থা নেয়ার জোড়দাবি

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

সানন্দবাড়ী সেতু হুমকীর মুখে ব্যবস্থা নেয়ার জোড়দাবি জানিয়েছে এলাকার জনগণ। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বকসিগঞ্জ সানন্দবাড়ী ২৭ কিলোমিটারে জিঞ্জিরাম নদীর উপর সানন্দবাড়ী সেতু।

 

 

সেতু রক্ষায় নির্মান প্রতিষ্ঠান সেতুর পূর্বপাশে ২ শত মিটার পাকা পাইলিং এর ব্যবস্থা করে। বর্ষা মৌসুমে পাহাড় থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ভাঙ্গন তীব্র আকার ধারন করে। বাড়ীঘর, আবাদী জমি এবং সেতুর পূর্বদিকে ২ মিটার ভাঙ্গতে ভাঙ্গতে সেতু থেকে ২০ ফুট দুরে রয়েছে। আসন্ন বর্ষায় প্রথমে খর স্রোতা জিঞ্জিরাম নদী পাহাড়ী ঢলে
আঘাত করবে সেতুতে।

 

 

এখন স্রোত নেই, পায়ে হেটে
লোকজন নদী পারাপার হয়। বর্ষার সময নদী ভাঙ্গনে পানি উন্নয়ন বোর্ড এর দোরঝাপ শেষ নেই। শুকনা মৌসুম নদের তলদেশ থেকে বালির বস্তা ফেলে ভাঙ্গন রোধ করার জন্য এলাকা বাসী সরকারের নিকট জোর দাবি জানান। সানন্দবাড়ী লম্বাপাড়া গ্রামের সৈযজ্জামান, বাহাদুর, জানান বিগত সরকারের নিকট জোর দাবি জানাই কোন কাজ হয়নি।

 

চর আমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়উল ইসলাম জানান সানন্দবাড়ী সেতুর পূর্ব দিকে ভাঙ্গন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার কথা দিয়েছেন কাজ হয়নি। সেতু রক্ষায় বর্ষার আসার আগেই ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকাবাসী জোরদাবি জানান।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ