শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
২৯ মার্চ ২০২৫খ্রিষ্টাব্দ তারিখে রোজ শনিবার বিকেলে উপজেলার চেল্লাখালী নদীর বুরুঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৯৫টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে এবং অবৈধ বালু উত্তোলনের অপরাধে তিনজনকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ চেল্লাখালী নদীর বর্তমান অবস্থা পরিদর্শন করতে আসেন।
এসময় তারা দেখতে পান, ইজারার শর্ত ভঙ্গ করে কতিপয় অসাধু ব্যবসায়ী নদীর পাড় ও বসতি ভেঙে গভীর গর্ত করে বালু উত্তোলন করছে। পরে তারা নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববিকে ওই স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেন।
অভিযানে ৯৫টি মিনি ড্রেজার মেশিন, ১২টি বাঁশের মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। এছাড়া সরকারি কাজে বাধা প্রদান ও অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে দুইজনকে ছয় মাস এবং একজনকে তিন মাসের বিনা সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন পরিবেশ ও নদী রক্ষায় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নালিতাবাড়ীর ইতিহাসে এক দিনে সর্বোচ্চ ৯৫টি ড্রেজার মেশিন ধ্বংসের ঘটনা এটিই প্রথম। প্রশাসনের কঠোর পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা গেছে, তবে অবৈধ বালু ব্যবসা বন্ধে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল।