অদ্য ১৬ মার্চ ২০২৫খ্রিষ্টাব্দ রোজ রবিবার দিবাগত রাত্র আনুমানিক ১২:১৫ থেকে ১২:৩০ মিনিটের সময় বরগুনার আমতলী পৌরসভার ৩ নং ওয়ার্ড খোন্তাকাটা (বটতলা) ইসমাইল শাহ এর মাজারে মহিলাদের সিজদা দেয়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়।
এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা মাজারে ভাঙচুর চালায় এবং অগ্নি সংযোগ করে খবর পেয়ে উপজেলা নির্বাহী মহোদয় জনাব মোঃ আশরাফুল আলম এবং উপজেলা ভূমি মহোদয় উপস্থিত হন।
উপজেলা নির্বাহী মহোদয় ফায়ার সার্ভিস কে কল করেন এবং ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এরপর ইউএনও মহোদয় ডিসি মহোদয়ের সাথে মোবাইলে কথা বলেন এবং আমতলী পৌরসভা, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণের আশ্বাস দেন।
পরবর্তীতে যেন আর কোন অপ্রতিকর ঘটনা না ঘটে সেজন্য পৌর পুলিশসহ স্থানীয় কিছু লোকজনের মাধ্যমে পাহারা দেয়ার ব্যবস্থা নিশ্চিত করেন।
এবং ভাঙচুর ও অগ্নি সংযোগকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।