প্লাস্টিক ও পলিথিন বর্জনসহ কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে।
আজ শুক্রবার (১৪ মার্চ) বেলা এগারোটার দিকে বলেশ্বর নদ সংলগ্ন রুহিতা গ্রামে এ কর্মসূচি পালন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবিসহ স্থানীয়রা। এতে প্রায় দুই শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
রুহিতা গ্রামের প্রবীন বাসিন্দা আ. ছত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপকূল অনুসন্ধানী সাংবাদিক জলবায়ু যোদ্ধা শফিকুল ইসলাম খোকন, সমাজসেবক মেহেদী শিকদার, উন্নয়ন কর্মী অভিজিৎ মজুমদার রতন, প্রভু দান, জামাল হোসেন,ষ প্রমুখ।
আ. ছত্তার বলেন, প্লাস্টিক -পলিথিন নদীতে ভাসছে এবং নদীর পাড়ে স্তুপ হয়ে থাকে। এতে যে আমাদের ক্ষতি হয় তা আমরা জানিনা। এখন দেখছি এতে অনেক ক্ষতি হয়। আজ থেকে আমরা অঙ্গীকার করলাম, নদী দখল-দুষন যারা করবে এবং প্লাস্টিক পলিথিন যারা ফেলবে তাদের কঠোর ভাবে দমন করা হবে।
স্থানীয় বাসিন্দা পনু চাপরাশি ও ইব্রাহিম বলেন, বনের গাছ কেটে বন উজাড় করা হয়, নদীর পাড়ে বালু অবৈধভাবে উত্তোলন করা হয় যে কোন সময় বেড়িবাঁধ ভেঙে যেতে পারে।
সমাজকর্মী মেহেদী শিকদার বলেন, আমরা প্লাস্টিক পলিথিন ব্যবহার করব না, বাজার ঘাট করতে গেলে কাপুরের ব্যাগ ব্যবহার করব তাহলেই আস্তে আস্তে পলিথিন ব্যবহার কমে আসবে আমাদের পরিবেশ সুরক্ষা হবে।
উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, প্লাস্টিক ও পলিথিন বন্ধ করতে হবে। দেশ এবং নদী রক্ষা করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশকে বাঁচাতে হলে নদী রক্ষা করতে হবে।
মানববন্ধন শেষে নদীর পাড়ে প্লাস্টিক ও পলিথিন বর্জনে সচেতনতার লক্ষ্যে প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান করা হয়।