মাদারীপুরে ড্রেজার ব্যাবসা নিয়ে সংঘর্ষে সাইফুল সরদার ও আতাবুর সরদার নামে আপন দুই ভাই নিহত হয়েছেন।শনিবার (৮ মার্চ) সকালে মাদারীপুর খোয়াজপুর ৬ নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত দুজন স্থানীয় আজিবর সরদারের ছেলে।
এঘটনায় কয়েকটি বাড়িঘর আগুনে পুড়িয়ে দেয়া হয় এসময় আহত হয়েছেন উভয় পক্ষের ৮ জন।
গুরুতর অবস্থায় তিন জনকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। তারা হলো পলাশ (১৭) পিতা: মজাম সরদার, তাজেল (১৮)পিতা:আজিজুল হাওলাদার,অলিল সরদার (৪০)পিতা:আজিবার সরদার।এরা সকলে খোয়াজপুর এলাকার বাসিন্দা।
বর্তমানে ঘটনাস্থলে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।