মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গণঅভ্যুত্থান ২০২৪ এর শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠান শরীয়তপুরের পুলিশ সুপার মহোদয়ের বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ শেরপুরে নোংরা পরিবেশে খাদ্যে উৎপাদন করায় ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরের নালিতাবাড়ীতে ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে মাদারগঞ্জ আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা, ক্ষমতা হারালেন ডিসি-এসপি ও ইউএনও কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পুলিশের ১৪ কর্মকর্তা বরখাস্ত মাদারীপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে ছাত্র জনতার গণঅভ্যুথানে শহীদ পরিবারগুলোর মাঝে সঞ্চয়পত্র বিতরন শেরপুরে ২৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

মাদারীপুরে তিন খুনের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

চায়না শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি

 

মাদারীপুরের কালকিনিতে তিন খুনের ঘটনাসহ একাধিক মামলার আসামী বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান সুমন ও তার ছোট ভাই ছাত্রলীগ নেতা রাজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বেলা ৩টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

 

এদের বিরদ্ধে তিন খুনসহ বোমা বিস্ফোরণ ও মারামারিসহ ২০টি পৃথক মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে মাদারীপুরের পুলিশ সুপার মো. সাইফুজ্জামান। গ্রেফতারকৃত সুমন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং তার ভাই রাজন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। কালকিনি উপজেলার বাশবাড়ী এলাকায় তাদের নামে সুমন বাহিনী নামে একটি বাহিনী রয়েছে।

 

 

পুলিশ জানান, গত বছরের ২৭ ডিসেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের নেতৃত্বে হামলা চালানো হয়। এতে ৮নং ওয়ার্ডের সদস্য আতাউর রহমান আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার এবং সহযোগী সিরাজ চৌকিদার নিহত হন।

 

 

এছাড়া বেশ কয়েকজনের পা কেটে ফেলে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় পৃথক তিনটি হত্যা মামলা ও বোমা বিস্ফোরণ, চাঁদাবাজি, মারামারি একাধিক মামলা রয়েছে। তবে তিন খুনের ঘটনায় উচ্চ আদালতে সাময়িক জামিনে রয়েছে। কিন্তু অন্য মামলায় ওয়ারেন্ট রয়েছে।

 

 

পুলিশ সুপার মো. সাইফুজ্জামান জানান, বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের বিরদ্ধে ৭টি ও তার ছোট ভাই রাজনের বিরদ্ধে ১৩টি পৃথক মামলা রয়েছে। ফলে এরা মাদারীপুর আদালতে কোন একটি মামলায় হাজিরা দিতে আসলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা কোন মামলায় গ্রেফতার হয়েছে, সেটা প্রয়োজনীয় সব মামলা যাচাই করে আদালতে পাঠানো হবে।

 

তবে এদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় কোন না কোন মামলায় গ্রেফতার হবেই।’
উল্লেখ্য, মাদারীপুরের কালকিনিতে চাঞ্চল্যকর তিন খুন মামলায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। বাকি এজাহারনামীয় আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। মোস্তাফিজুর রহমান সুমন কালকিনি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য বলে জানা যায়। ‘সুমন বাহিনী’ নামে তার এলাকায় একটি বাহিনী রয়েছে।’


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ