বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি
৩ মার্চ সোমবার বিকালে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় মহাদান ও ভাটারা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ তিনটি ইটভাটার মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
পরিবেশ অধিদপ্তরের সহায়তায় পরিচালিত অভিযান পরিচালনা করেন সরিষাবাড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল। এ সময় ঝুমুর ও তানিম নামে দুটি ইটভাটার মালিককে দুই লাখ করে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও সুবর্ণ ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর জামালপুরের পরিচালক সুকুমার সাহা, সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা, সুব্রত সাহাসহ সেনা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এ অভিযানে অংশ নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল জানান, অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে তিনটি ইটভাটার মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও একটি ভাটার চুল্লী পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয়। আর অপর দুইটি ভাটার কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।