নূরে আলম তাশদীদস্টা, স্টাফ রিপোর্টার
মাদারীপুরের কীর্তিনাশা নদীতে স্পিডবোটে অস্ত্র নিয়ে ডাকাতি করতে আসে একদল দুর্বৃত্ত। টের পেয়ে প্রতিরোধ করে এলাকাবাসী।
এতে স্থানীয়দের ডাকাতরা গুলি ছুঁড়লে ৮ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ট্রলার নিয়ে ধাওয়া দিয়ে গণপিটুনী দিলে আহত হয় ৭ জন ডাকাত। পরে তাদের ভর্তি করা হয় হাসপাতালে সেখানে মারা যায় দুইজন।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর-শরিয়তপুর দুই জেলার সীমান্তবর্তী এলাকা খোয়াজপুর-টেকেরহাট বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিপনের বাড়ি মুন্সিগঞ্জের কালিরচর এলাকায় ও আনোয়ার দেওয়ানের বাড়ি শরিয়তপুরের জাজিরায়। এদিকে ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়ার জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর-শরিয়তপুর দুই জেলার সীমান্তবর্তী এলাকা খোয়াজপুর-টেকেরহাট বন্দরে স্পিডবোট নিয়ে ডাকাতি করতে আসে একদল দুর্বৃত্ত। স্পিডবোটে অস্ত্র নিয়ে বালুবাহী জাহাজে ডাকাতির চেষ্টা করে তারা।
বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেয় এলাকাবাসী
ঘটনাস্থল থেকে হাতবোমা ফাটিয়ে দ্রুত সটকে পড়ার চেষ্টা করে ডাকাতরা। পরে ইটপাটকেল ছুঁড়লে ডাকাতরা এলাকাবাসীর উপর গুলি করে। এতে আহত হয় অন্তত ৮ জন। এ খবর আশপাশে ছড়িয়ে পড়লে একাধিক ট্রলার নিয়ে ডাকাতদের আবারো ধাওয়া দেয় স্থানীয়রা।
পরে কীর্তিনাশা নদীর শরিয়তপুরের তেতুলয়িা এলাকায় গতিরোধ করে তাদের আটকে গণপিটুনী দেয় স্থানীয়রা। খবর পেয়ে গুরুতর অবস্থায় ৭ ডাকাতকে উদ্ধার করে ভর্তি করা হয় শরিয়তপুর জেলা সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুইজন। এদিকে আহত স্থানীয়দের উদ্ধার করে ভর্তি করা হয়ে মাদারীপুর ২৫০ শয্যা ও শরিয়তপুর সদর হাসপাতালে।
তাদের মধ্যে ৫জনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।