আমজাদ হোসাইন, স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালীগঞ্জে এক যুবককে ইতালিতে চাকরির কথা বলে মিয়ানমারে নিয়ে বন্দি নির্যাতন করে মুক্তিপণ আদায়ের ঘটনায় এক রোহিঙ্গাসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন কক্সবাজারের পূর্ব কলাতলির মীর কাশেমের ছেলে মোস্তাক আহমেদ, বোরহান, টেকনাফের তৈয়ব এবং উখিয়ায় বসবাস করা রোহিঙ্গা মো . উল্লাহ।
মিয়ানমারে বন্দি আরিফ হোসেন কালীগঞ্জের চুয়ারিয়াখোলা এলাকার জয়নাল আবেদিনের ছেলে। আরিফ মালয়েশিয়ায় থাকা অবস্থায় ইতালি যাওয়ার চেষ্টা করছিলেন। মানবপাচার চক্রের সদস্যরা তাদের নির্যাতন করে মুক্তিপণ আদায় করেছে।