মোঃ আল আমিন মল্লিক, স্টাফ রিপোর্টার ০৩ অক্টোবার ২০২৫ ১০:৫১ পি.এম
কাউনিয়া রাইডার্স ক্লাব কর্তৃক ফুট বল টুর্নামেন্ট সিজন-৩
বরগুনার বেতাগী উপজেলার কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আজ শুক্র বার(৩ অক্টোবর ) বিকেল ৪টায় অনুষ্ঠিত হলো কাউনিয়া রাইডার্স ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সিরিজ ৩। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে কাউনিয়া ডেট পয়েন্ট স্কোট ১-০ গোলে ব্যবধানে বদনিখালি ইলেভেন স্টার কে পরাজিত করে জয় লাভ করেন।
খেলাটি উপভোগ করতে স্থানীয় জনতার বিপুল লোকের সমাগম ঘটে। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, গ্যালারি কাঁপানো করতালি আর চিৎকারে মুখর ছিল পুরো আয়োজন।
একজন দর্শক জাফর বলেন, “আমার বয়স ৩৫ বছর জীবনে বহু খেলা দেখেছি, কিন্তু এতো মানুষের ভিড় আগে দেখিনি। প্রায় ৫-৭ হাজার মানুষ আজ মাঠে এসেছে।”
ফুটবল টুর্নামেন্টের আয়োজক সংগঠন কাউনিয়া রাইডার্স ক্লাবের সভাপতি আল আমিন আরিফ জানান, “তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে আমরা নিয়মিত এ ধরনের খেলাধুলার আয়োজন করি। এতে যেমন মানসিক বিকাশ ঘটে, তেমনি সামাজিক বন্ধনও দৃঢ় হয়।”
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ও অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা গাজী শাহীন বলেন, “যুব সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।”
বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও সম্মাননা। উপস্থিত অতিথিরা আগামী দিনেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
হাজিপুর ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ উদ্বোধন
জামালপুরে গ্রীষ্মকালীন ফাইনাল ফুটবল টুর্ণামেন্টের অনুষ্ঠিত।
জামালপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
জামালপুরে বানারেরপাড় আরাফাত রহমান কোকো ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত
কাউনিয়া রাইডার্স ক্লাব কর্তৃক ফুট বল টুর্নামেন্ট সিজন-৩
সানন্দবাড়িতে ৫২ তম জিঞ্জিরাম জোনের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত
বকশীগন্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত
দেওয়ানগঞ্জ হুসাইন মোহাম্মদ মুছা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
সানন্দবাড়ীতে জিঞ্জিরাম জোনের ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
দেওয়ানগঞ্জ জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত