বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭৪ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক আগুনে পুড়ে ছাই রাজিবপুরের ‘বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় বরগুনার আমতলীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন জামিন দিলে সব টাকা শোধ করে দেব: আদালতে এক্সিম ব্যাংকের নজরুল জাতীয় সংস্কার জোট জুলাই সনদ ঘোষণার সাথে আরও ৮ দফা দাবি জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার লালগালিচার সংবর্ধনা প্রত্যাখ্যান খুলনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মন্নুজান সুফিয়ান ও জেডিএল পরিচালক মিজানের বিরুদ্ধে দুদকের চার্জশিট সিএমপি কমিশনার মহোদয়ের সাথে ব্রিটিশ কাউন্সিলের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ মাদারীপুর জেলা শিশু কল্যাণ বোর্ড সংক্রান্ত আলোচনা! বরিশালে ৮ দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

শেরপুর সীমান্তে বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৬ জুলাই বুধবার শেরপুর জেলায় শ্রীবরদী সীমান্ত জনপদে খাদ্যের সন্ধানে ভারত থেকে লোকালয়ে নেমে আসা বন্য হাতির দ্বারা ক্ষতিগ্রস্ত ২৩টি পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করেছে ময়মনসিংহ বন বিভাগ। বুধবার (১৬জুলাই) দুপুরে বালিজুরী রেঞ্জ অফিসের উদ্যোগে রেঞ্জ অফিসের রেস্ট হাউস চত্তরে এই অনুদানের চেক প্রদান করা হয়।

 

বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৩টি পরিবারকে ৭লাখ ৮০ হাজার টাকার চেক তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ। বন বিভাগের বালিজুরী সদর বিট কর্মকর্তা আব্দুর রাকিব সহ হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, সামাজিক বনায়নের উপকার ভোগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বন বিভাগের স্টাফ, ইআরটি দলের সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 

বালিজুরী কর্মকর্তা মো.সুমন মিয়া তার বক্তব্যে বলেন, ‘মানুষ হাতি দ্বন্দ্ব নিরসনে বন বিভাগ কাজ করে যাচ্ছে, বন্য হাতির আবাসস্থল নির্মাণে ইতিমধ্যেই আমরা রাজা পাহাড়ে ৪০ একর জমিতে বাগান নির্মাণ করছি। অত্র পাহাড়ি অঞ্চলের গ্রামবাসীদের জান মালের নিরাপত্তার জন্য বন বিভাগ ও স্বেচ্ছাসেবক টিম প্রতি রাতেই হাতি বিচরণ এলাকায় কাজ করে আসছে।

 

বন্য হাতি দ্বারা কোন ক্ষতিগ্রস্ত পরিবার বন নীতিমালা অনুসরণ করে আবেদন করলে, তা যাচাই-বাছাই করে অবশ্যই প্রকৃত ক্ষতিগ্রস্তদের বন বিভাগ থেকে অনুদান দেয়া হবে।
শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন সীমান্তে বসবাসকারি সকল নাগরিকদের বন আইন মেনে চলার জন্য আহবান।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ