চিরনিদ্রায় শায়িত হলেন বরগুনার বেতাগী পৌর বাজারের অন্যতম পরিচিত মুখ, বিশিষ্ট ব্যবসায়ী ও বেতাগী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবু নিতাই চন্দ্র দাস। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে পৌর ৬ নং ওয়ার্ডের পশু হাসপাতাল রোড নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তার প্রয়াণে পরিবার, স্বজন এবং পুরো বেতাগী পৌর বাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন ধরে বেতাগী পৌর বাজারে “মাতৃ ট্রেডার্স” নামে একটি খ্যাতনামা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছিলেন। এলাকার ব্যবসা-বাণিজ্যে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পাশাপাশি, পৌরসভার কাউন্সিলর হিসেবে এলাকাবাসীর উন্নয়ন ও কল্যাণে কাজ করেছেন আন্তরিকতার সাথে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তার শেষ অন্ত্যেষ্টিক্রিয়া পারিবারিক শ্মশানে সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।
বাজার কমিটির সভাপতি বলেন, “তিনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন। সদা হাস্যোজ্জ্বল ও মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা ছিল তার মধ্যে। তার মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত। তার অভাব কখনোই পূরণ হবার নয়।”
বেতাগী পৌর এলাকায় তার অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে। ব্যবসায়িক সততা, সামাজিক কর্মকাণ্ড এবং মানুষের প্রতি ভালোবাসার জন্য তিনি সবার কাছে ছিলেন শ্রদ্ধেয় ও প্রিয়।
বাবু নিতাই চন্দ্র দাসের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক এবং ব্যবসায়িক মহলে গভীর শোক ও শ্রদ্ধা জানানো হয়েছে। তার আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা জানিয়েছেন অনেকেই।