১৯ এপ্রিল শনিবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর পশ্চিম পাড়া সকাল সাড়ে ৯টায়, গাছ কাটার সময় আরেক গাছের বারি লেগে গাছ থেকে পড়ে নজরুল ইসলাম নাগের নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মৃত নজরুল ইসলাম নাগের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের দক্ষিণ মকিরচর গ্রামের নুরুমিয়ার ছেলে।