গতকাল ১৫ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার রাত আনুমানিক ৮ টা ৩০ মিনিটে নবীনগর-চন্দ্রা সড়কের বলিভদ্র বাসস্ট্যান্ড এলাকায় একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। চলমান ফ্লাইওভার নির্মাণ কাজের সময় ব্যবহৃত একটি ভারী লোহার প্লেট হঠাৎ খুলে পড়ে যায় একটি চলন্ত কভার ভ্যানের ওপর।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। হঠাৎই ফ্লাইওভারের পিলারে সেনটারিংয়ের কাজে ব্যবহৃত লোহার প্লেটটি উপর থেকে নিচে পড়ে যায়। সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানি কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটেনি। কভার ভ্যানটি আঘাতপ্রাপ্ত হলেও চালক ও আশেপাশের কেউ হতাহত হননি।
ঘটনার পরপরই এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে দ্রুতই বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে যানজট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের তত্ত্বাবধানে ভারী ক্রেন ব্যবহার করে কভার ভ্যানের উপর পড়ে থাকা লোহার প্লেট ও অন্যান্য ভারী বস্তু সরিয়ে নেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্তে কাজ শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজের সময় নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে মানা হচ্ছে না, যার ফলে এমন দুর্ঘটনা ঘটে যেতে পারে।