১৫ এপ্রিল মঙ্গলবার জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় ভাটারা ইউনিয়নের মাদারগঞ্জ সরিষাবাড়ি রাস্তায় ট্রাক চাপায় জিহাদ হাসান (১১) নামে এক শিশু শ্রমিক নিহত হয়েছে। সে উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর গ্রামের তারা মিয়ার ছেলে। ট্রাক চালক সাগর মিয়াকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের তানিম ইটভাটা থেকে একটি ইঞ্জিন চালিত ভটভটিতে ইটবোঝাই করে যাচ্ছিল কয়ড়া বাজারের দিকে। ভটভটিটা ভাটারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদলের বাড়ির সামনের সড়কে পৌছালে পিছন থেকে দ্রুতগামী একটি ডামট্রাক ভটভটিকে ধাক্কা দেয়।
এসময় ভটভটির হেলপার শ্রমিক জিহাদ পড়ে গেলে ডামট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়। আহতদের উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিশু মারা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভটভটি ও ঘাতক ট্রাকটি জব্দ ও ট্রাকের চালককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।