শুক্রবার ভোররাতে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়াকান্দা নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০-৩৫ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দা হানিফ জানান, রাতে দেখি একটি দোকানে আগুন জ্বলছে, সঙ্গে সঙ্গে সবাইকে ডাকাডাকি শুরু করি। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। প্রথমে সাইফুলের মনোহারি দোকানে আগুন ধরে, পরে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
আগুন এত দ্রুত ছড়িয়ে যায় যে কিছু বুঝে ওঠার আগেই মুদি দোকান, ফার্মেসি, কম্পিউটার দোকান, সেলুন ও ধানের গোডাউনসহ মোট ৮টি দোকান পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্র আগুনের কারণে ব্যর্থ হন। পরে খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার হারুনুর রশীদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আকরাম হোসেন বলেন, “এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। তাদের ক্ষতি কাটিয়ে উঠতে সার্বিক সহযোগিতা করা হবে।অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
তারা ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা জানান তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করা হবে।